মুন্সীগঞ্জে সময়ের দুই ঘণ্টা আগেই শেষ ভোট!
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে একটি ভোট কেন্দ্রে নির্ধারিত সময় পার হওয়ার আগেই ভোটগ্রহণ শেষ করার অভিযোগ উঠেছে। রোববার দুপুর দুইটার আগেই সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রের ১ নং ও ২ নং মহিলা বুথের ভোটগ্রহণ শেষ দেখিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। ওই বুথ দুটির বাক্স সেই সময় সিলগালাও করেছেন তিনি। ওই ভোটকেন্দ্রের ১ নং বুথে মুন্সিকান্দি ও ২ নং বুথে খাস-মোল্লাকান্দি মহিলা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজ্ঞাপন
তবে, এ বিষয়ে প্রিজাইডিং অফিসার সরকারি হরগঙ্গা কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারি অধ্যাপক সাইদুর রহমান ঢাকা পোস্টকে বলছেন ভিন্ন কথা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ওই কেন্দ্রে মহিলাদের জন্য মোট তিনটি বুথ রয়েছে। দুপুর ২টার পর উপস্থিতি কম থাকায় দুটি বুথের ভোটগ্রহণ স্থগিত রেখে একটি বুথের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। দুটি বুথের ভোট বাক্সগুলো নিরাপত্তার জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে রেখে দেওয়া হয়।
তিনি আরও জানান, ১ নং বুথে মুন্সিকান্দি গ্রামের ভোটার সংখ্যা এক হাজার ২৭৫ ও ২ নং বুথে খাস-মোল্লাকান্দি গ্রামের ভোট সংখ্যা ৫৩৬ । দুইটা বুথে ৪২ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে।
মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের এলাকা সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এখানে নৌকা প্রতীকের আধিপত্য ছিল। স্বতন্ত্র কাঁচি প্রতীকের সমর্থকদের দাবি— সকালবেলা ওই দুটি কেন্দ্রে নৌকার কর্মী সমর্থকেরা ভোট মেরেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্টেট উপস্থিত রয়েছেন। বিষয়টি আমি দেখছি।
ব.ম শামীম/এমজে