ফেনী-২ আসনে হ্যাটট্রিক করলেন নিজাম হাজারী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচনে জয় লাভ করলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে এমনটি দেখা গেছে।
বিজ্ঞাপন
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনী-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। তারমধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ১৩৫। ভোট গ্রহণের হার ৬৭ শতাংশ।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৫৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীকে ৪ হাজার ৪৮ ভোট পান।
বিজ্ঞাপন
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম হাজারী।
এবার এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী লড়ছেন নৌকা প্রতীকে, তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা সোনালী আঁশ, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা ছড়ি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব প্রতীক, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বটগাছ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীক নির্বাচনী মাঠে ছিলেন।
তারেক চৌধুরী/এএএ