সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের চারটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
বিজ্ঞাপন
সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সৈয়দপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৪০০ মিটার, আর দুপুর ১টায় তা বেড়ে দাঁড়ায় ৬০০ মিটার। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
বিজ্ঞাপন
শরিফুল ইসলাম/এমজেইউ