স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন
নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে মো. রানা (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় একজনকে ১০ বছর এবং আরেকজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
বিজ্ঞাপন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. রানা নলডাঙ্গা উপজেলার গাংগইল ধোপাপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। এ ছাড়া সাজাপ্রাপ্ত ফরহাদ হোসেন পশ্চিম সোনাপাতিল এলাকার কালাম হোসেনের ছেলে ও টিপু সুলতান ধনকোড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার ব্রহ্মপুর এলাকা থেকে মোবাইলসহ অনিক নামের ৭ম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে পাওয়া না গেলে নলডাঙ্গা থানায় রানা, ফরহাদ হোসেন ও টিপু সুলতানের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন অনিকের দাদা জফির উদ্দিন। পরের দিন অনিকের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অনিকের মায়ের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিমসহ টিপু সুলতানকে আটক করে। পরে টিপু সুলতানের দেওয়া তথ্যে মতে, রানা ও ফরহাদ হোসেনকে আটক করে পুলিশ। পরে জবানবন্দিতে তারা অনিককে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেন।
বিজ্ঞাপন
দীর্ঘ ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন আদালত।
গোলাম রাব্বানী/এএএ