গুলিবিদ্ধ নুরনবী চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হচ্ছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবী চৌধুরীকে (৫৮) গুলি করে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান এ হামলার জন্য বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও তার সন্ত্রাসীদের দায়ী করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে হতদরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি বিভিন্ন পরিমাণে টাকা নিয়েছিলেন নুরনবী চৌধুরী। ঘর না দেওয়ায় এবং পাওনা টাকা না দেওয়ায় পাওনাদাররা সকালে তার ওপর হামলা করে।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ঢাকা পোস্টকে বলেন, মেয়র আবদুল কাদের মির্জার সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউপি চেয়ারম্যান নূরনবী চৌধুরীকে পিটিয়ে ও গুলি করে আহত করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উনি বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসিব আল আমিন/এসপি