মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর ও চরচার্ষী এলাকার মেঘনা নদীর পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন।

জানা গেছে, মেঘনা নদীর তীর ঘেঁষে ওই এলাকায় একাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। অবৈধভাবে নদী দখল ও  স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রোববার সকালে বিআইডব্লিউটিএ ওই এলাকায় পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও মেঘনা জোনের উপপরিচালক শরীফ ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান চলছিল। একপর্যায়ে দুপুর ১টার দিকে ওই এলাকার প্যাসিফিক শিল্পকারখানায় অভিযান শুরু করা হয়। এ সময় শিল্প কারখানার শ্রমিকরা অভিযান পরিচালনাকারীদের ওপর হামলা চালায়। এতে ৮ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

আহতরা হলেন, বিআইডব্লিউটিএর সদস্য মোস্তফা, সাইফুল ইসলাম, আনসার কমান্ডার আনোয়ার,  শ্রমিক ইসমাইল, বিআইডব্লিউটিএ মেডিকেল সদস্য মুন্সি আব্দুল্লাহ, বিআইডব্লিউটিএ ট্রাফিক সুপারভাইজার শহিদুল্ ইসলাম, পুলিশ সদস্য হাসেমসহ ৮ জন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর মেঘনা জোনের উপ-পরিচালক শরীফ ইসলাম জানান, প্যাসিফিক শিল্প কারখানায় অভিযান শুরু করলে ওই প্রতিষ্ঠানের একটি বয়লার ফেটে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরপর শিল্প কারখানার শ্রমিকরা আমাদের ওপর হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। উচ্ছেদ অভিযানে ব্যবহার করা ভেকুটি আটকে যাওয়ায় অভিযান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানা অফিসার ইনচার্জ রাজিব খান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব.ম শামীম/এসকেডি