শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রির দায়ে ৫ জনকে গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও শিক্ষার্থীদের কাছে বিক্রির অপরাধে ৫ জন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে নাটোর র্যাব অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২১ জানুয়ারি) রাতে সিংড়া উপজেলার বিনগ্রাম, বনকুড়ি ও কুমগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার কয়াখাশ গ্রামের মো. আ. রশিদ (২৬), বনকুড়ি গ্রামের মো. আইয়ুব আলী (৩০), মো.আবু সাঈদ (২২), ছাতুয়া গ্রামের মো. রনি আহম্মেদ (৩০) এবং মো. আশিকুর রহমান (২৬)।
নাটোর র্যাব জানায়, অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির কাজে ব্যবহৃত ৫টি সিপিইউ, ১৭টি হার্ডডিক্সসহ ৫ জন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে তারা পর্নোগ্রাফি সরবারহ করতেন। এ ঘটনায় সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ও আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
গোলাম রাব্বানী/আরকে