যশোরে তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের অন্যসব জেলার মতো শীতের তীব্রতা বেড়েছে যশোরে। ফলে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জেলার ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ওইদিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত ছিল।
বিজ্ঞাপন
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা নির্ণয় করা হয়েছে ৯৭ শতাংশ।
মঙ্গলবার সকালে সরেজমিনে শহরের বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে দেখা যায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে না জানায় বিদ্যালয়ে এসে বন্ধ দেখে তারা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছে। তবে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা।
বিজ্ঞাপন
যশোর জেলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হালিমা খাতুন ঢাকা পোস্টকে বলেন, সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে খুব ভয় পেতাম, কখন না জানি ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে পড়ে। তবে ঠান্ডার মধ্যে স্কুল বন্ধ করায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা আগে বিবেচনা করতে হবে।
বিল্লাল হোসেন নামে আরেক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, গত কয়দিন যশোরে তাপমাত্রা অনেক কমে গেছে। যার ফলে শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে বেগ পেতে হয়। বাচ্চার অলরেডি ঠান্ডা লেগে গেছে। তবে গতকাল রাতে জানতে পারলাম যে আজ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান জানান, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ন্যায় মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসনে শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এ্যান্টনি দাস অপু/এসএম