আদিতমারীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনের তাপ পোহাতে গিয়ে দগ্ধ হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সাজেদা বেগম গতকাল সোমবার রাতে দগ্ধ হন।
বিজ্ঞাপন
সাজেদা বেগম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, তীব্র শীত থেকে বাঁচতে রাতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন সাজেদা। এ সময় তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সাজেদাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাজেদা বেগম মারা যান।
বিজ্ঞাপন
সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়াজ আহমেদ সিপন/এএএ