ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার আহ্বান খাদ্যমন্ত্রীর
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আসুন আমরা দুর্নীতিকে না করি। দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখি। লাভের পরিমাণ কমাই। মানুষের সেবা করি। মানুষের সেবা করার মধ্যে স্বার্থকতা রয়েছে। সৃষ্টির সেবা করার মধ্যে আনন্দ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
খাদ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই ইশতেহার বাস্তবায়নে মজুতদাররা যেন মজুত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো ব্যক্তি যেন সিন্ডিকেট করে বেশি মুনাফা লাভের আশায় জনগণকে কষ্ট না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রী হওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রতি আমি ঋণী। এই ঋণ শোধ করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা নৌকা প্রতীকে নির্বাচিত সকল সংসদ সদস্য একসঙ্গে কাজ করবো। নওগাঁকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট জেলা তৈরি করা হবে।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা নাগরিক সমাজের সভাপতি ডা. আশেক হোসেনের সভপতিত্বে অন্যদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অফ কমার্স, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে অতিথিদের সম্মাননা জানানো হয়।
পরে নাগরিক সমাজের পক্ষ থেকে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সাংসদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সাংসদ সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
আরমান হোসেন রুমন/এমএএস