নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল ও ছাত্রদলের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন দাবি যুবদলের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে চৌমুহনী বাজারের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে বেগমগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে টাউন হল মোড় অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ মিছিলে ধাওয়া করে। এ সময় পুলিশের লাঠির আঘাতে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- একলাশপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন হৃদয়, রসুলপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌফিক, ছাত্রদল নেতা রায়হান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী,জাহিদ, ইমতিয়াজ,  আলামিন, আতিক, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফোরকান, মিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন জুয়েল।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঢাকা পোস্টকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল শুরু করি। বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দাউদ উর রহমান ফারহানের নেতৃত্বে একটি মিছিল রেল গেট থেকে পাবলিক হলে আসার সময় পুলিশের হামলায় ১০ জনের মতো আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করেছেন। 

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কেউ আহত হয়েছেন এমন খবর আমাদের জানা নেই। বিএনপির কিছু নেতাকর্মী মিছিল থেকে বের মানুষের জানমালের ক্ষতি সাধন করতে উদ্যত হয়। পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এছাড়া বিএনপির লোকজনের ওপর কোনো লাঠিচার্জ করেনি পুলিশ। 

হাসিব আল আমিন/আরএআর