নাটোর সদর হাসপাতাল

নাটোরে প্রেমিকার ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মো. শান্ত (১৮) নামের এক যুবক। মঙ্গলবার (২০ এপ্রিল) নাটোর সদর উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্ত একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক তরুণীর সঙ্গে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে শান্ত শোবার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ দেয়নি যুবকের পরিবার।

তাপস কুমার/এএম