ব্রোঞ্জপদক পেয়েছে নাটোরের মেয়ে অমি
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবার অংশগ্রহণ করে নাটোরের মেয়ে রায়ান বিনতে মোস্তফা অমি সাফল্য দেখিয়েছে। নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অমি ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে ব্রোঞ্জপদক।
প্রতিযোগিতায় বাংলাদেশের অন্য প্রতিযোগী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী নুজহাত আহমেদ দিশাও সাফল্য দেখিয়েছে। ১৫ পয়েন্ট পেয়ে সে পেয়েছে রৌপ্যপদক। ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ বাংলাদেশের মেয়েরা রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করেছে।
বিজ্ঞাপন
বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ এই প্রথম। গত রবি ও সোমবার ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী করোনার কারণে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০১২ সাল থেকে ইজিএমও প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন দেশে।
ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড সূত্রে জানা গেছে, প্রথমবার অংশগ্রহণেই বাংলাদেশের প্রতিযোগী ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী নুজহাত আহমেদ দিশা ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করেছে রৌপ্যপদক। আর নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী রায়ান বিনতে মোস্তফা অমি ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে একটি ব্রোঞ্জপদক।
এ ছাড়া এই প্রথম কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের অপর দুই প্রতিযোগী আরিফা আলম ও সাফা তাসনিমও ভালো নম্বর পেয়েছে। বাংলাদেশ দলের সর্বমোট পয়েন্ট ২৭। দলগত স্কোরে বাংলাদেশ দল ভারত, নেদারল্যান্ডসের মতো অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
এই বিজয়ে রায়ান বিনতে মোস্তফা অমির শিক্ষাপ্রতিষ্ঠান নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও তার মা তহমিনা খাতুনের কর্মস্থল নাটোর সিটি কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থী অমিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে প্রায় এক মাসের বেশি সময় ধরে অনেকগুলো ক্লাস, পরীক্ষার মাধ্যমে এই ইভেন্টটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কো-অর্ডিনেট করার জন্য বিজয়ী রায়ান বিনতে মোস্তফা অমি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ঈপ্সিতা বহ্নি, আহমেদ জাওয়াদ চৌধুরী, সাদ বিন কুদ্দুস ও মাহবুব মজুমদারসহ সব মেন্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের একটা ব্যাপার! বিশ্বের এতগুলো দেশের গণিতে সবচেয়ে পারদর্শী মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের মেয়েরা এত ভালো করেছে। প্রথমবারই এত ভালো ফলাফলের জন্য সবাইকে অভিনন্দন।
তাপস কুমার/এনএ