বরগুনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা পাঠাতে আসা ইমরান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর নামক এলাকার বাসিন্দা খলিল খানের ছেলে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ১৪টি পাঁচশ, ১৪টি পঞ্চাশ ও ৮টি একশ টাকার মোট ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান দুপুরের দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসেন। এ সময় তার চলাচল ও আচার-আচরণে সন্দেহ হয়। পরে তার পার্সেল খুলে জাল টাকা দেখতে পান কুরিয়ার সার্ভিসে কর্মরত সদস্যরা। পরে তাকে এ বিষয় জিজ্ঞাসা করতেই তিনি পালিয়ে যেতে দৌড়ে সদর উপজেলা প্রাঙ্গণে ঢুকে পড়েন। এ সময় সেখান থাকা কয়েকজন গ্রাম পুলিশ তাকে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মামুনকে আটক করেন। 

এ বিষয়ে বদরখালী ইউনিয়নের গ্রাম পুলিশ শাহআলম বলেন, আমরা উপজেলা পরিষদে ছিলাম। এ সময় মামুনকে দৌড়ে পালাতে দেখে আমরা তাকে ধরে ফেলি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল টাকাসহ মামুনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আব্দুল আলীম/জেডএস