বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাকিব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আসিব নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় খুলনা মোংলা মহাসড়কের লখপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত সাকিব মোংলা উপজেলার দিগরাজ ব্যাংকের মোড় নামক এলাকার বাসিন্দা। আসিব একই এলাকার। 

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বাগেরহাটের ফকিরহাটে লখপুর বাসস্ট্যান্ডে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা থেকে বাগেরহাটগামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হয় অপর আরোহী। 

ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

এমএসএ