চলমান সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বিজিপির ১০০ জন সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফে স্থানান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ ব্যবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে তাদের টেকনাফের দিকে নিয়ে যায়। টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আপাতত তাদের রাখা হবে বলে জানা গেছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ১০০ জনের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের তুমব্রু লেফট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকিতে রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে বিজিপি ও জান্তা বাহিনীর তীব্র লড়াই হয়েছে। এতে আরাকান আর্মি মিয়ানমার সরকারের দুটি স্থাপনা দখল করে নিয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি আরাকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্প দখল করে নেয়। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে গত কয়েক দিনে বিজিপি সদস্য, সামরিক ও বেসামরিক সদস্যসহ মোট ৩৩১ জন নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ও টেকনাফের উখিয়ায় পালিয়ে আসেন। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে নিরাপদ আশ্রয়ে যান। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের সমুদ্রপ‌থে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরএআর