গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে পুরুষ মুসল্লির সাথে নারীদেরও আসতে দেখা গেছে।

টঙ্গীর কামারপাড়া সড়কের শুরুতে স্বামীর সঙ্গে ইজতেমা ময়দানে সন্তান নিয়ে এসেছেন সবুজা বেগম। তিনি বলেন, গতকাল শনিবার রাত ১১টায় ইজতেমা ময়দানে এসে সড়কের পাশে বসেছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে দ্বিতীয়বারের মতো আমি ইজতেমার ময়দানে এসেছি।

সঙ্গে থাকা স্বামী মো. রেজাউল করিম বলেন, সাংসারিক কাজে ব্যস্ত থাকায় প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে আসতে পারিনি। সবুজার খুব ইচ্ছা সে ইজতেমায় আসবে, আখেরি মোনাজাতে অংশ নেবে। তার ইচ্ছা পূরণ করতেই তাকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিয়ে আসা হয়েছে।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীর বাসাবোর নন্দিপাড়া থেকে ময়দানে এসেছেন মাহমুদা আক্তার। তিনি বলেন, ভোর ৫টার দিকে পরিবারের আরও তিন নারী ও এক পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছি। আল্লাহর কাছে অনেক কিছু চাইব, পাপ মুক্তি থেকে শুরু করে জীবনে সঠিক ও সুন্দর পথে যাতে চলতে পারি তার জন্য আল্লাহর দরবারে হাত তুলব।

শিহাব খান/এমএ