কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সিটি করপোরেশন এলাকায় ৪৬ জন, আদর্শ সদরে একজন, দেবিদ্বারে পাঁচজন, দাউদকান্দিতে একজন, বুড়িচং উপজেলায় পাঁচজন, ব্রাহ্মণপাড়ায় একজন, চৌদ্দগ্রামে পাঁচজন, লাকসামে তিনজন, বরুড়ায় দুইজন, মুরাদনগরে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। 

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৫৩ জন।

এএম