সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জের পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশের একটি বড় কড়ই গাছ পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাছটি কেটে কেটে সরিয়ে নিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন বলে ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার সহ উপ-পরিদর্শক মো. নবীর উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঝড় চলাকালে কোনো একসময় গাছটি পুরো রাস্তা জুড়ে ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রাত ১১টায় তিনি ঢাকা পোস্টকে বলেন, গাছটি উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কেটে সরিয়ে নিচ্ছে। রাস্তা থেকে গাছটি সরাতে আরও অন্তত এক ঘণ্টা লাগবে।
শুভ কুমার ঘোষ/এসএসএইচ