ফরিদপুরে মাদক বহনের দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে ৮০০ গ্রাম হিরোইন বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম লিপি বেগম (৪৫)। তিনি যশোরের বেনাপোল বন্দর থানার সরদার পাড়া দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় লিপি বেগম আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ মে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে-লাইন পরিবহনের একটি বাসকে কামারখালী টোল ঘরের কাছে মধুখালী থানা পুলিশ তল্লাশী করে যাত্রী লিপি বেগমকে ৮০০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বাদী হয়ে লিপি বেগমকে আসামি করে ওই বছর ১৫ মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ২৯ জুলাই লিপি বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে ওই আদালতের ভারপ্রাপ্ত পিপি মো. সানোয়ার হোসেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। বর্তমানে মাদক সমাজকে ধ্বংস করে ফেলছে। এই রায়ে দেশে মাদক ব্যবহারের প্রবণতা কমে আসবে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
জহির হোসেন/আরকে