গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার
গাইবান্ধা সদর উপজেলায় ধানবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাঘাটা উপজেলার কুকরারহাট গ্রামের মজিদুল হকের ছেলে আব্দুল মতিন (২৮) ও উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক সাঘাটার দিকে যাচ্ছিল। অপরদিকে ফরিদ ও মতিন মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/এমজেইউ