নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে শফিকুল ইসলাম বাতেন জয়ী হয়েছেন। অপরদিকে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোফাক্কারুল হোসেন মিলন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা।

রিটার্নিং কর্মকর্তা জানান, সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেন মোট ১১ হাজার ৭৮৫ ভোটের মধ্যে ৪ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী মো. আব্দুল হাই পেয়েছেন ২ হাজার ৯৩১ ভোট। একই উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে টেবিলফ্যান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোফাক্কারুল হোসেন মিলন মোট বৈধ ১২ হাজার ৫৩৪টি ভোটের মধ্যে ৩ হাজার ৯৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের আসমা সুলতানা ভোট পান ৩ হাজার ৩৪৪টি। এখানে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চয়ন দেবনাথ মুন্না/এসকেডি