ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রায়হান হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল হাজী ইরফানউদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রায়হান খুলনা জেলার তেরোখাদা উপজেলা শহরের মো. কায়েস উজ্জামানের ছেলে। তিনি সাভার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, রায়হান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে খুলনার তেরখাদায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন রায়হান। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএ