হবিগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। পপুলার হাসপাতালে ডাক্তার ছাড়া নার্স দিয়ে রোগীর ক্ষত স্থান সেলাই করা এবং বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. তারেক আজিজকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় ৭টি ও জেলাজুড়ে ১৭টি অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিনিয়ত জেলার কোন না কোন স্থানে অপচিকিৎসা, চিকিৎসা না করে টাকা নেওয়া, অতিরিক্ত টাকা আদায়, ডাক্তার ছাড়া চিকিৎসা প্রদান, ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদানসহ নানা অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক বলেন, পপুলার জেনারেল হাসপাতালের ম্যানাজার মো. তারেক আজিজকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসক ছাড়া নার্স দিয়ে সেলাই করায় হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক বলেন, আমাদের কাছে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ আসছে। এরই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  

এসকেডি/