পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণে বাধার অভিযোগ
বাগেরহাটে পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ে কাপড় নিতে আসা নারীদের পুলিশ বের করে দেয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলা ও পৌরসভার শতাধিক নারী-পুরুষ বিএনপির কার্যালয়ে কাপড় নিতে ভিড় করে। সাদা পোশাকধারী একদল পুলিশ এসে তাদেরকে বের করে দেয়।
বিজ্ঞাপন
বিএনপির দলীয় কার্যালয়ে কাপড় নিতে আসা কাড়াপাড়া এলাকার রহিমা বেগম বলেন, কাপড় নিতে এসেছিলাম হঠাৎ করে কিছু লোক এসে বলল আজকে কাপড় দেওয়া হবে না। পরে শুনলাম তারা পুলিশের লোক। আমি গরিব মানুষ রাজনীতি বুঝি না, রোজা থেকে একটি নতুন কাপড় নিতে এসেছিলাম, কিন্তু কাপড় পেলাম না।
বাগেরহাট পৌরসভার পাশাপাটি এলাকার আকলিমা বেগম নামে আরেক নারী বলেন, সকাল সাড়ে ৯টা থেকে কাপড়ের জন্য বসে ছিলাম, খালি হাতে ফিরে যাচ্ছি।
বিজ্ঞাপন
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, প্রতি বছরের মতো এবারও রমজান মাসে গরিবদের মাঝে কাপড় বিতরণের আয়োজন করি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করা হয়। সকাল সাড়ে ১০টার দিক থেকে দলীয় কার্যালয়ে গরিব লোকজন আসতে শুরু করে। কাপড় বিতরণের ঠিক আগ মুহূর্তে সাদা পোশাকে আশা পুলিশ আমার মুনিগঞ্জস্থ বাসায় আসে এবং কাপড় বিতরণ বন্ধ করতে বলে। একই সময় সরুই এলাকায় দলীয় কার্যালয়ে আসা গরিব লোকদেরকে বের করে দেয়।
তবে বিএনপি নেতার এমন অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। কাপড় বিতরণ যে কেউ করতেই পারেন। সাদা পোশাকে কারা বাধা দিয়েছে সে বিষয়টিও আমার জানা নেই।
শেখ আবু তালেব/আরএআর