বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে
বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) বিকেলে জামিন আবেদন করলে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল মাসুম বলেন, আসামিরা মোল্লাহাট থানায় করা একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/এএএ