বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা এসব অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। 

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ।

কোস্টগার্ড জানায়, উপজেলার লঞ্চ ঘাট, নিশানবাড়িয়া ঘাট, নীলিমা পয়েন্ট, সুনবুনিয়া, কালমেঘা ও কাকচিড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা এ জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।

হারুন অর রশীদ বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মেরিন ফিশারী অফিসারের উপস্থিতিতে জব্দ করা বিপুল নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।

এমএসএ/এমএসএ