আসামিকে ফুল দিয়ে বরণ করলো পুলিশ
আসামিকে হাতকড়া নয়, ফুল দিয়ে বরণ করলো ঝিনাইগাতী থানা পুলিশ
সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির হাতে হাতকড়া না পরিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে অন্যরকম নজির সৃষ্টি করলো শেরপুরের ঝিনাইগাতী থানা। সেই সঙ্গে অন্যরকম এক ইতিহাসের সাক্ষী হলেন ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান।
থানা সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে আ. রাজ্জাককে এক মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত। সাজা ঘোষণার পর তিনি ৪/৫ বছর পলাতক ছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাজা হওয়ার পর রাজ্জাক আদালতে আত্মসমর্পণ না করে অনেক বছর পলাতক ছিলেন। এদিকে তার পরিবারও তাকে নিয়ে চিন্তিত ছিল। পরিবার থেকে ফোন নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করি।
তাকে আশ্বস্ত করি, পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি যেন দ্রুত থানায় এসে আত্মসমর্পণ করেন। আমাদের ডাকে রাজ্জাক সাড়া দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। আমরা হাতকড়া না পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। এরপর রোববার (২৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এই ঘটনায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ওসি ফায়েজুর। এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে দুই মাদকসেবীকে আটক না করে তাদের তাবলীগ জামাতে পাঠান।
জাহিদুল খান সৌরভ/এসপি