বগুড়ায় করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু
উত্তরবঙ্গের করোনাভাইরাসের হটস্পট বগুড়ায় মৃত্যুর সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনার থাবায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। নতুন করে ৪৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।
মৃতরা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার জোবেদা (৬৫) এবং শহরের নারুলি এলাকার ফরিদা (৭০)। এদের মধ্যে জোবেদা টিএমএসএস হাসপাতাল এবং ফরিদা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
বিজ্ঞাপন
এছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে। ৩০৭ নমুনার ফলাফলে নতুন করে ৪৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৫ জন। নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে সদরের ৪২ জন, আদমদীঘিতে ২ জন, বাকি দুইজন কাহালু ও নন্দীগ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৮৪ নমুনায় ১৯ জন করোনায় শনাক্ত হয়েছিলেন।
বিজ্ঞাপন
ডা. তুহিন জানান, ২৫ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯৮ নমুনায় ৪৫ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ৯ নমুনায় একজনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৭২১ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে দুজন মারা যাওয়ায় মোট মৃত্যু ২৮৮ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০১১ জন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর