আখাউড়ায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হিরন চৌধুরী (৫০) নামে অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
হিরন আখাউড়া উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রোববার (২৬ এপ্রিল) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেননি তিনি।
বিজ্ঞাপন
অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে হিরনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/এমএসআর