প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এছাড়া  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

এতে আরও বলা হয়, তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯' অনুযায়ী নির্ধারিত হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বছরের ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তৃতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। 

মোহাম্মদ মিলন/এমএএস