ত্রাণ ও আর্থিক সহায়তা পেলেন সেই যমজ শিশুর বাবা
ত্রাণ ও আর্থিক অনুদান পেলেন যমজ তিন নবজাতকের বাবা ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর পাগলাকানাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরখাজুরা গ্রামের বাসিন্দা আবদুল করিম। রোববার (২৫ এপ্রিল) ঝিনাইদহ জেলা প্রাশাসক মজিবর রহমান ওই যমজ তিন শিশুর বাবাকে খাদ্যসামগ্রী ও অর্থিক সহয়তা প্রদান করেন।
রোববার আবদুল করিমকে জেলা প্রাশাসকের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ২০ কেজি চাল ও পাঁচ হাজার টাকা প্রদান করেন ঝিনাইদহ জেলা প্রশাসক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরখাজুরা গ্রামের বাসিন্দা অসহায় আবদুর করিমের যমজ তিন সন্তান হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন নবজাতককে প্রি-নান দুধ খাওয়াতে হচ্ছে। যার এক কৌটার দাম প্রায় এক হাজার টাকা।
কিন্তু দরিদ্র আবদুল করিম সারা দিনে ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে বাচ্চাদের দুধ কেনা, পরিবারে খাদ্যদ্রব্য ও অসুস্থ স্ত্রী চিকিৎসা খরচ ও ওষুধ কিনতে পারছেন না।
বিজ্ঞাপন
তার এ দুর্দশা নিয়ে “তিন সন্তানকে খাওয়াতে পারছি না” শিরোনামে ২০ এপ্রিল ঢাকা পোস্টে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিভিন্ন হৃদয়বান ও জেলা প্রশাসকের নজরে আসে এবং বিষয়টি আলোচনার জন্ম দেয়।
আব্দুল্লাহ আল মামুন/এনএ