বরিশালের বাকেরগঞ্জে থেমে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহি দুই ঠিকাদার মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মো. মঞ্জু বারী সিকদারের ছেলে বজলুল ইসলাম সিকদার (৬০)। উভয় ঠিকাদার ও সম্পর্কে মামা ভাগ্নে।

ওসি আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল অরোহী দুইজন পটুয়াখালী থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে তারা রুহিতার পাড় এলাকায় পৌঁছে সড়কের পাশে থামানো ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে উভয়ে মাথায় আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে আজ দুপুরে ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোলে চারটি গাড়িকে পিষে দেয় সিমেন্ট বোঝাই একটি ট্রাক। তাতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস