সেই অভিরঞ্জন পেলেন জেলা প্রশাসনের সহায়তা
বৃদ্ধ অভিরঞ্জনের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে
ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ হওয়ার পর সেই ৯০ বছর বয়সী অভিরঞ্জন দেবনাথ পেলেন চাঁদপুর জেলা প্রশাসনের খাদ্য ও আর্থিক সহায়তা। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রতিনিয়ত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। খাদ্য সামগ্রী বিতরণের সময় হয়তো অনেক অসহায় মানুষ বঞ্চিত হতে পারে। যাদের তথ্য আমাদের কাছে আসছে আমরা তাদের বাড়ি গিয়ে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঢাকা পোস্টে অভিরঞ্জন দেবনাথকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়। আর সেটি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নজরে আসে। তখন তিনি চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দলকে তার বাড়িতে গিয়ে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করার নির্দেশ দেন।
উল্লেখ, গত ২৭ এপ্রিল ঢাকা পোস্টে ‘জীবন চলে না, লজ্জায় হাত পাততেও পারি না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি নজরে এলে অভিরঞ্জন দেবনাথকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এসপি