বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে করোনাভাইরাসে আক্রান্ত দুইজন মারা গেছেন। সোমবার (২৬ এপ্রিল) রাত ও মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার গৃহবধূ নূপুর (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মজিদবাড়িয়া এলাকার আবদুস সোবহান (৭০)। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

গৃহবধূ নূপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন এবং রাতেই তিনি মৃত্যুবরণ করেন। আবদুস সোবহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ৮৮৮ জন ও নারী ৩২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন। আর মারা গেছেন ২৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, করোনায় মারা যাওয়া ওই দুই জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এমএসআর