গাজীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গত ৭দিনে শ্রীপুর ও গাজীপুর সদরে সাড়ে ৭ একর বনভূমি উদ্ধার করেছে তারা।

শ্রীপুরে ফজলু পোল্ট্রি ফার্মের দখল থেকে উদ্ধার করা হয় এক একর ৩৫ শতাংশ, আল নূর হ্যাচারির দখল থেকে উদ্ধার করা হয় এক একর ৪১ শতাংশ, মাটির মায়া ইকো রিসোর্টের দখল থেকে এক একর ১৫ শতাংশ, ফাউগান ইকো রিসোর্ট থেকে উদ্ধার করা হয় ৩০ শতাংশ বনভূমি।

এছাড়া ম্যাক্সভ্যালী রিসোর্টের দখলে থাকা ৮৫ শতাংশ, অনন্ত ভবন থেকে ৯৫ শতাংশ, রাজেন্দ্র ইকো রিসোর্ট থেকে ৬৩ শতাংশ, গ্রীনটেক রিসোর্ট থেকে ৫৪.৫৪৭ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।

অভিযানে সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো.শফিকুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

শিহাব খান/এমজে