ফেনীর পরশুরামে পুকুরে ডুবে মো. রায়হান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার পৌর এলাকার অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মো. রায়হান অনন্তপুর গ্রামের শহিদুল ইসলাম নয়নের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে শিশু রায়হান তার মায়ের সঙ্গে ঘরের পাশে পুকুরে যায়। মা পুকুর ঘাটে হাঁড়ি-পাতিল পরিষ্কার করছিলেন। এ সময় তার অগোচরে রায়হান পুকুরে পড়ে যায়। হঠাৎ সন্তানকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি করতে থাকেন। তার চিৎকারে পরে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানের চাচা মো. শাহীন বলেন, ভাতিজাকে নিয়ে তার মা পুকুরে গেলে অগোচরে সে পানিতে ডুবে যায়। মাগরিবের নামাজ শেষে রায়হানের দাফন সম্পন্ন হয়েছে। 

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কেউ পুলিশকে অবহিত করেনি বলে জানান পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।

তারেক চৌধুরী/এএএ