পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে গুলিতে আহত ব্যক্তির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
অবশেষে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ নিরাপত্তাপ্রহরী আব্দুস সালামের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সালামের স্ত্রী আরজান বেগম।
১৫ এপ্রিল রাত ৯টায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে সোহাগ টেইলার্সে পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে টেইলার্সে হামলার সময় গুলিবিদ্ধ হন তিনি।
বিজ্ঞাপন
আব্দুস সালাম সদর উপজেলার নেহাব গ্রামের বাসিন্দা ও পাঁচদোনা বাজারের মাইক্রো গ্রিন সিটি মার্কেটের নিরাপত্তাপ্রহরী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে ১৫ এপ্রিল সন্ধ্যায় সোহাগ টেইলার্সের মালিক সিরাজ মিয়ার সঙ্গে পাঁচদোনা গ্রামের মাইন উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়।
বিজ্ঞাপন
এ সময় জাহাঙ্গীর ও তার সহযোগীরা সিরাজকে মারধর করেন। ঘটনার পর দোকান বন্ধ করে বাসায় চলে যান সিরাজ। পরে বাজারের ব্যবসায়ীরা তাকে দেখতে যান এবং বিচারের আশ্বাস দেন। পরে সিরাজ দোকান খুললে জাহাঙ্গীর ও সাইদুর রহমানের ছেলে নূর আলমের নেতৃত্বে ১৫-২০ জন দোকানে হামলা চালান।
এ সময় ফাঁকা গুলিতে মার্কেটের নিরাপত্তাপ্রহরী আব্দুস সালাম গুলিবিদ্ধ ও চাপাতির কোপে চারজন আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা সালামকে ঢাকা মেডিকেলে পাঠান। ১২ দিন পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, গুলিবিদ্ধ সালামের পরিবারের পক্ষ থেকে একটি এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করেছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সালামের পরিবারের মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।
রাকিবুল ইসলাম/এএম