শাহীন মিয়া

লালমনিরহাটের পাটগ্রামে জমি বিক্রির দালালির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াঢারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া ওই এলাকার সুলতান আলী ছেলে।

স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াঢারী এলাকার মৃত আব্দুল হানিফের ছেলে বুলু মিয়ার জমি বিক্রির দালালি করেন পার্শ্ববর্তী এলাকার সুলতান আলীর ছেলে আব্দুল কাদের। ওই জমি বিক্রির দালালি বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন আব্দুল কাদের।

এ নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সঙ্গে আব্দুল কাদেরের লোকজনের সংঘর্ষ বাধে। এতে বুলু মিয়ার লোকজনের হামলায় আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। 

নিয়াজ আহমেদ সিপন/এসপি