নেত্রকোনায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু
আলমগীর হোসেন
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির আঙিনায় খড়ের গাদা তৈরি করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (২৬) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত বিজিবি সদস্য আলমগীর হোসেন বাড়লা গ্রামের ইছাক মিয়ার ছেলে। তিনি খাগড়াছড়ি ২৩ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সের এক ছেলে রয়েছে।
বিজ্ঞাপন
দুপুরে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সায়েম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ইউপি সদস্য ও বাড়লা গ্রামের বাসিন্দা সালেহা আক্তার জানান, দুদিন আগে ছুটিতে বাড়ি আসে আলমগীর হোসেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির আঙিনায় শুকনো খড়ের গাদা তৈরি করছিলেন।
তিনি আরও বলেন, এ সময় বজ্রপাতে আহত হন খড়ের গাদার উপরে কাজ করতে থাকা বিজিবি সদস্য আলমগীর। পরে তাকে প্রথমে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান/এমএসআর