রাজশাহীর তানোরে নির্জন রাস্তায় প্রকাশ কুমার (১৯) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের চৌরখোর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত প্রকাশ কুমার উপজেলার এনায়েতপুর চৌরখোর গ্রামের নির্মল সিংহের ছেলে। তিনি রাজশাহী নগরীর মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নবরূপের কর্মী ছিলেন। তবে লকডাউনে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। 

পুলিশ বলছে, ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার হাতের কব্জি ও আঙুল কেটে ক্ষতবিক্ষত করা হয়েছে। 

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি। নিহতের পরিবারও কিছুই জানাতে পারেনি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, সকালে ফসলি মাঠের ভেতরে নির্জন রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

ফেরদৌস সিদ্দিকী/আরএআর