শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে রোকসানা আকতার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। রোকসানা গাইবান্ধার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় করোনার সংক্রমণ কিছুটা হলেও কমেছে। বগুড়ায় মোট পরীক্ষায় করোনা আক্রান্তের হার ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬০ নমুনার ফলাফলে নতুন করে ২৬ জনের করোনা পজিটিভ এসেছে।

একই সময়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২১ জন, শেরপুরের ৪ জন এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৮ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনায় ২২ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ২৫ নমুনায় ৪ জনের পজিটিভ এসেছে। ২৭ এপ্রিল জেলায় ২১৩ নমুনায় ৩৩জন করোনায় শনাক্ত হয়েছিলেন। 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৮১১ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৯২ জনে ঠেকেছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৯৫২ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর