নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের জমজমাট প্রচারণা। বিরতিহীনভাবে চলছে প্রার্থী, সমর্থক ও কর্মীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় এসেছেন মোজাফফর হোসেন টিপু নামে এক জাপানপ্রবাসী।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে স্থানীয় রেলওয়ে মাঠে নামেন তিনি। হেলিকপ্টার নামার সঙ্গে দর্শনার্থীরা ভিড় জমান। প্রতীক নিয়ে স্লোগান দিতে থাকেন কর্মী-সমর্থকরা। আগমনের খবরে আগে থেকেই মাঠে জমা হয় দর্শনার্থী ও ভোটার সমর্থকরা।

মোজাফফর হোসেন টিপু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসীন আলী রুবেলের ছোট ভাই। মহসীন আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহসীন আলী রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার ছোট ভাই মোজাফফর হোসেন টিপু  দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে জাপানে এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত। আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ওই দিন জাপানি বন্ধু ইতোকে নিয়ে বাড়িতে আসে সে। এ ছাড়া ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার সঙ্গে সৈয়দপুরে আসেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকো আহম্মেদ।

মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বড় ভাই মহসীন আলী রুবেল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত ভাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিতেই বাড়িতে এসেছি। ভাই যেহেতু হেলিকপ্টার প্রতীক নির্বাচন করছেন, তাই হেলিকপ্টার করেই বাড়ি এসেছি। আমার বড় ভাইয়ের জন্য ভোট ও দোয়া কামনা করছি। 

প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শরিফুল ইসলাম/এএএ