রাজশাহীতে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২৫
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলার মহামারি করোনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এই এক দিনে আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৭০০ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের।
ডা. হাবিবুল আহসান বলেন, ২৪ ঘণ্টায় পাবনায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়ায় ২৬, সিরাজগঞ্জে ১৩, রাজশাহীতে ১৪, নাটোরে ৪, নওগাঁয় ২ এবং জয়পুরহাটে ২ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের খবর মেলেনি।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় প্রাণহানি দাঁড়িয়েছে ৪৭৮ জনে। করোনায় সর্বোচ্চ ২৯১ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬৮ জন, নওগাঁয় ৩৩, সিরাজগঞ্জে ২৩, চাঁপাইনবাবগঞ্জে ১৮, নাটোরে ১৭, পাবনায় ১৭ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে।
এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৭ হাজার ৭১৮ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৪ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন।
এমএসআর