জাতীয় হটলাইন নম্বর ‘৩৩৩’ এ ফোন দিয়ে সহায়তা চাওয়া ৯৪ জনের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়

বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের ৯৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ খাদ্যসামগ্রী জেলা প্রশাসক জিয়াউল হকের নির্দেশে অসহায়দের কাছে পৌছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ব্যক্তিরা জাতীয় হটলাইন নম্বর ‘৩৩৩’ এ ফোন দিয়ে সহায়তা চেয়েছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, জাতীয় হটলাইন নম্বর ‘৩৩৩’ এ ফোন দিয়ে সহায়তা চাওয়া ৯৪ জনের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এভাবে আমরা যতজনের ফোন পাব, সবাইকে খাদ্যসামগ্রী পৌঁছে দেব। 

তিনি আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবার একজনের আয়ের ওপর নির্ভরশীল। অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও আমির সালমান।

তারা জানান, জেলা প্রশাসক জিয়াউল হকের নির্দেশনায় সহায়তা চাওয়া ব্যক্তিদের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

সাখাওয়াত হোসেন জনি/এএম