হাওরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল মন্দানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. আব্দুল মন্দানের বড় মেয়ে ওয়ালিমা (৪) ও ছেলে আরিফ (৩)।
বিজ্ঞাপন
তাদের দুজনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঘরের কাজে ব্যস্ত ছিলেন আব্দুল মন্দানের স্ত্রী। এ সময় দুই ভাইবোন বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর তাদের হাওর থেকে উদ্ধার করা হয়। এরপর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোহানুর রহমান সোহান/এএএ