গাজীপুরের শ্রীপুরে উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ২০টি পাখি উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট পাখিগুলোকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য পরিবেশে ছেড়ে দেয়।

শনিবার (১ মে) দুপুর ১২টায় ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করেন।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ৭টি কালিম পাখি, ৩টি ডাহুক, ২টি বালিহাঁস, ৩টি শালিক ও ৫টি ঘুঘু।

জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, পাখিগুলো উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে নবীন হোসেন বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। পরে গোপন সংবাদে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়। পরে এগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১২ সালে প্রণীত বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন সম্পর্কে অবগত না থাকায় অভিযুক্ত নবীনকে প্রাথমিক অবস্থায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

শিহাব খান/এনএ