কক্সবাজারের টেকনাফ নাফনদীতে কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন মা গং (৫১) নামে এক রাখাইন নারী।

সোমবার (৩ জুন) উপজেলা হ্নীলা নাফনদীর কিনারে কেওড়া বাগান থেকে নিখোঁজ হন। নিখোঁজ রাখাইন নারী উপজেলা হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনছার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান, হ্নীলা চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মা গং সকালে নাফনদীতে কাঁকড়া শিকারে যায়। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ঘরে ফিরে আসেনি। নিখোঁজের পরিবার বিষয়টি আমাকে জানালে আমি নিজেই গিয়ে খোঁজ করি। কিন্তু খোঁজ পাইনি। এটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। আমরা বিষয়টি বিজিবি ও পুলিশকে অবগত করেছি।

নিখোঁজ নারীর স্বামী থোয়াইনছার বলেন, আমার স্ত্রী ঘর থেকে একটু দূরে কাঁকড়া শিকারে যায়। কিন্তু এখনো ঘরে ফিরে আসেনি। আমরা অনেক চিন্তিত।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। পুলিশ কাজ করছে।

সাইদুল ফরহাদ/এসএম