কুড়িগ্রামের প্রত্যন্ত একটি চরের শিশুদের শিক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে স্কুলটির উদ্বোধন করা হয়।

এ সময় সদর উপজেলার সকল দপ্তরের অফিসারদের উপস্থিতি চরের বাসিন্দাদের বিভিন্ন ফলের ৫০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া শিশুদের মাঝে গল্পের বই ও খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয়।

কালির আলগা চরের বাসিন্দা রহিম মিয়া বলেন, আমাদের এখানে কোনো স্কুল ছিল না। যার ফলে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারত না। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে দূরের স্কুলে ছেলে মেয়েদের পাঠানো যেত না। এখানে বিদ্যালয়টি চালু হওয়ায় চরের সবাই অনেক আনন্দিত।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুল আলম হালিম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। এরই ধারাবাহিকতায় এখানে উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। এ ছাড়াি কালির আলগার চরের মানুষ যেন বন্যায় কষ্ট না পায় সে লক্ষ্যে বাড়ি ভিটে উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য, কালির আলগা চরটিতে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের বসবাস। এখানে কোনো বিদ্যালয় না থাকায় গত ২-৩ বছর ধরে এ চরের প্রায় ৪০০-৫০০ শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল। যার কারণে একটি বিদ্যালয় নির্মাণ জরুরি হয়ে পড়ে। বিষয়টি চিন্তা করে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়।

মো. জুয়েল রানা/এএএ