চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে নিবাসীদের সঙ্গে ইফতার করেছেন কয়েকজন কলেজ শিক্ষার্থী। শনিবার (১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-দক্ষিণ শহরের মহানন্দা প্রবীণ নিবাসে এই ইফতারের আয়োজন করা হয়। 

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ সময় মহানন্দা প্রবীণ নিবাসের ১২ জন নিবাসী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আব্দুস সামাদ, আবু বাক্কার তোহা, আব্দুল মমিনসহ কলেজ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রতিনিয়ত পরিবারের সঙ্গে ইফতার করি। কিন্তু পরিবার-পরিজন থাকার পরও সব ছেড়ে এসে তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। তাদের এই নিঃসঙ্গতা কাটাতে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। এতে তাদের মনের মধ্যে কিছুটা হলেও আনন্দ ফিরবে।  

মহানন্দা প্রবীণ নিবাসের বাসিন্দা আলতা বেগম বলেন, আমাদের সবাই আছে, তারপরও এখন কেউ নেই। ছোট ছোট ছেলেরা আমাদের ইফতার করালো। ইফতার করে নয় বরং তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। আল্লাহ তাদের মঙ্গল করুক। 

ইফতারের পর প্রবীণ নিবাসের বাসিন্দাদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীর আলম/আরএআর